Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা

                          বাড়ীয়া ইউনিয়ন পরিষদের জুলাই/১৩ মাসের সভার কার্য বিবরনী

 

সভাপতি - মোঃ হাবিবুর রহমান খান, চেয়ারম্যান বাড়ীয়া ইউনিয়ন পরিষদ, গাজীপুর সদর, গাজীপুর ।

সভার স্থান- বাড়ীয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষ

সভার তারিখ- ২০/০৭/২০১৩

সভার সময়- সকাল ১১.০০ ঘটিকায়

সভায় উপস্থিতি সদস্য নাম,পদবী, স্বাক্ষর পরিশিষ্ট ক

 

অদ্যকার সভায় সভাপতি আসন গ্রহন করার পর সভার কাজ শুরম্ন করা হয়। সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন । সভায় বিগত সভার কাজ বিবরনী  পাঠামেত্ম অনুমোদন এবং নিমেণাক্ত আলোচ্য সূচী অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হয়।

 

 

 

ক্রমিক নং

                      

      আলোচ্য সূচী

                                               বিস্তারিতআলোচনা

০১

ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব আয় বাড়ানো

সভায় সভাপতি সাহেব জানায় ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব আয় যেমন- হোল্ডিং ট্যাক্স,টেড লাইসেন্স, ব্যবসায় উপর কর, বৃদ্ধি করে উক্ত অর্থ দ্বারা চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা ও উন্নয়নমূলক কাজ করা একামত্ম প্রয়োজন ইউনিয়নের রাজস্ব আদায় একেবারেই কম

০২

অনলাইন জন্ম নিবন্ধন

সভায় বর্তমানে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন অন লাইনে দিতে হবে। হাতে লেখা কোন সার্টিফিকেট প্রদান বন্ধ করতে হবে এবং সকল হাতে লেখা নিবন্ধন অনলাইনে ১৫ দিনের মধ্যে  সম্পাদন করতে হবে এবং সনদ প্রিন্টকপি দেওয়ার সিদ্ধামত্ম হয়

০৩

উন্নয়ন  প্রকল্পের অগ্রগতি সম্মর্কে আলোচনা

সভায় ২০১২-২০১৩ অর্থ বছরে উন্নয়ন প্রকল্প , কাবিখা, এডিপি, ১% ও এসজিএসপি কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়

০৪

আইন শৃঙ্খলা

সভায় ইউনিয়নের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচিত হয়। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সভায় সমেত্মাষ প্রকাশ করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবি রাখতে সকল সদস্যদের সহ যোগীতা কামনা করেন

০৫

বিবিধ

বিবিধ আলোচনায় চেয়ারম্যান ও সদস্যদের স্থানীয়  অংশ ও সরকারী অংশের সম্মানী ভাতা সম্পর্কে আলোচনা করা হয়

 

অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব  উপসিত্মত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।