Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পরিবার পরিকল্পনা অফিস
বিস্তারিত

বাড়ীয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস, গাজীপুর সদর, গাজীপুর

ফোন নম্বর- ০১৭৪৩৯৪৯৪৪০

ই-মেইল ঠিকানা- 

ছবি
label.column.field_office_cism

 

পরিবার পরিকল্পনা পদ্ধতি সমূহ এবং পাওয়ার স্থান সমূহ

 

খাবার বড়িঃ

-

মহিলাদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি। এটি একটি সহজ, নির্ভরযোগ্য ও নিরাপদ পদ্ধতি। আমাদের দেশের বেশির ভাগ মহিলা এই পদ্ধতি ব্যবহার করছেন এবং কার্যকারিতার হার শতকরা ৯৯ ভাগ।

পাওয়ার স্থানঃ-এটি পরিবার কল্যাণ সহকারীদের নিকট, সদর ক্লিনিক-সদর হাসপাতালে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, কমিউনিটি ক্লিনিকে, স্যাটেলাইট ক্লিনিকে, বেসরকারী হাসপাতালে ও ক্লিনিকে, এনজিও মাঠ কর্মীদের কাছে এবং শহর ও গ্রামের ঔষধের দোকানে পাওয়া যায়।

কনডমঃ

-

এটি পুরুষের জন্য একটি অস্থায়ী পদ্ধতি। এটি একটি নিরাপদ ও সহজ পদ্ধতি। সঠিকভাবে ব্যবহার করলে এর কার্যকারীতার হার শতকরা ৯৭ ভাগ। কনডম ব্যবহারে জন্মনিয়ন্ত্রণ ছাড়াও যৌনবাহিত রোগ এবং এইডস রোগ ছড়ানো রোধ করা যায়।

পাওয়ার স্থানঃ-এটি পরিবার কল্যাণ সহকারীদের নিকট, সদর ক্লিনিক-সদর হাসপাতালে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, স্যাটেলাইট ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকে, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, বেসরকারী হাসপাতালে ও ক্লিনিকে, এনজিও মাঠ কর্মীদের কাছে এবং শহর ও গ্রামের ঔষধের দোকান ছাড়াও প্রায় সব ধরনের দোকানে পাওয়া যায়।

ইনজেকশনঃ

-

মহিলাদের জন্য একটি স্বল্প মেয়াদী অস্থায়ী পদ্ধতি। এটি একটি সহজ নির্ভরযোগ্য ও নিরাপদ পদ্ধতি। এর কার্যকারীতার হার শতকরা ৯৯ ভাগ। একবার দেওয়া হলে ৩মাস কার্যকর থাকে। অন্তত একটি জীবিত সন্তানের মা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

পাওয়ার স্থানঃ-সদর ক্লিনিক-সদর হাসপাতালে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, স্যাটেলাইট ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকে এবং এনজিও ক্লিনিকে এ সেবা প্রদান করা হয়। এছাড়াও বর্তমানে পরিবার কল্যাণ সহকারীগণ দ্বিতীয় ও পরবর্তী ডোজ ইনজেকশন বাড়ি পরিদর্শনের সময় প্রদান করছেন।

আইইউডিঃ

-

মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী ক্লিনিক্যাল পদ্ধতি। বর্তমানে আইইউডি ৩৮০এ ব্যবহার করা হয়। এটি মহিলাদের জরায়ুতে স্থাপন করা হয়। এর কার্যকারীতার হার শতকরা ৯৯.২ ভাগ। একবার আইইউডি পরানো হলে ১০ বছর সন্তান জন্মদান থেকে বিরত থাকা যায়। অন্তত একটি জীবিত সন্তানের মা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

পাওয়ার স্থানঃ-সদর ক্লিনিক-সদর হাসপাতালে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, কমিউনিটি ক্লিনিকে এবং এনজিও ক্লিনিকে এ সেবা প্রদান করা হয়।

ইমপ্ল্যান্টঃ

-

এটি মহিলাদের জন্য একটি দীর্ঘ মেয়াদী অস্থায়ী ক্লিনিক্যাল পদ্ধতি। এটি মহিলাদের হাতের ভেতরের দিকে কনুইয়ের উপরে চামড়ার ঠিক নিচে স্থাপন করা হয়। এর কার্যকারীতার হার শতকরা ৯৯ ভাগেরও বেশী। বর্তমানে ১ ও ২ রড বিশিষ্ট ইমপ্ল্যান্ট এর মেয়াদ ৩ বৎসর। অন্তত একটি জীবিত সন্তানের মা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

সম্পাদনের স্থানঃ-সদর ক্লিনিক-সদর হাসপাতালে (প্রতি সোম ও বুধবার) এ সেবা প্রদান করা হয়।

মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি (টিউবেকটমি)ঃ

এটি মহিলাদের জন্য একটি স্থায়ী পদ্ধতি। যে সব দম্পতি ভবিষ্যতে আর সন্তান চান না এবং যাদের ২টি জীবিত সন্তান আছে এবং ছোট সন্তানের বয়স কমপক্ষে ২ বছর সে সব দম্পতি এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। এর কার্যকারীতার হার শতকরা ১০০ ভাগ।

সম্পাদনের স্থানঃ-সদর ক্লিনিক- সদর হাসপাতালে (প্রতি সোম ও বুধবার) এ সেবা প্রদান করা হয়।

পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতি (ভ্যাসেকটমি)ঃ

এটি পুরুষদের জন্য একটি স্থায়ী ও কার্যকর ও নিরাপদ পদ্ধতি। যে সব দম্পতি ভবিষ্যতে আর সন্তান চান না এবং যাদের ২টি জীবিত সন্তান আছে এবং ছোট সন্তানের বয়স কমপক্ষে ২ বছর সে সব দম্পতি এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। এর কার্যকারীতার হার শতকরা ১০০ ভাগ।

সম্পাদনের স্থানঃ-সদর ক্লিনিক- সদর হাসপাতালে (প্রতি সোম ও বুধবার) এ সেবা প্রদান করা হয়।

ইসিপি (ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল)ঃ

এটি কোন নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি নয়, ব্যাকআপ সাপোর্ট হিসাবে শুধুমাত্র জরুরী প্রয়োজনেই ব্যবহার করা যায়। অরক্ষিত সহবাসের ফলে একজন মহিলার সম্ভাব্য গর্ভধারন রোধ করতে ঐ সহবাসের ৩ দিনের (৭২ ঘন্টা) মধ্যে খাওয়া শুরু করতে হয়। তবে অরক্ষিত সহবাসের পরে যত তাড়াতাড়ি ইসিপি খাওয়া যায় এর কার্যকারীতার হার তত বেশী। ইসিপির ১ম ডোজটি অরক্ষিত সহবাসের ৭২ ঘন্টার মধ্যে এবং ২য় ডোজটি ১ম ডোজটির ঠিক ১২ ঘন্টা পরে খেতে হয়।

পাওয়ার স্থানঃ-পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং ঔষদের দোকানে ইসিপি পাওয়া যায়।

সিটিজেন চার্টার

 

ইউনিয়ন স্বাস্থ্যওপরিবারকল্যাণকেন্দ্র/ক্লিনিক

ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)                  

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

গর্ভবতী সেবা

দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

গর্ভোত্তর সেবা

০৩

এম, আর সেবা

০৪

নবজাতকের সেবা

০৫

৫ বছরের কম বয়সী শিশুদের সেবা

০৬

প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা

০৭

ই, পি, আই সেবা

০৮

ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ

 

 

  ক) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

পরিবার  পরিকল্পনা  বিষয়ক পরামর্শ প্রদান

দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

খাবার বড়ি

০৩

জন্ম নিরোধক ইনজেকশন

০৪

আই,ইউ,ডি / কপার টি

০৫

ইমপ্ল্যান্ট

মেডিক্যাল অফিসার (MCH-FP)

০৬

ভ্যাসেকটমি/ এন,এস,ডি (স্থায়ী পদ্ধতি- পুরুষ)

 

নিয়মিতভাবে এবং নির্ধারিত বিশেষ স্থায়ী পদ্ধতির দিনে স্বল্পতম সময়ে

০৭

টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা)

০৮

পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা

 

 

গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

ই,সি,পি

সরকারিনির্দেশনাঅনুযায়ী

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী

০২

কনডম - ১(ডজন) - ১ টাকা ২০ পয়সা

                      ঐ

 

 

ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকেঃ

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীগণের নাম ও পদবী

০১

আই,ইউ,ডি/কপারটি এর ক্ষেত্রে ১৫০+২৪০=৩৯০/- গ্রহিতাকে প্রদান করা হয় যাতায়াত বাবদ

সরকারি নির্দেশনা অনুযায়ী

যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান

পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

নরপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে মোট ৩৬০/- = (১৫০ + ৭০ + ৭০ + ৭০) টাকা

সপ্তাহে সোমবার ও বুধবার

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি)ও পরিবার কল্যাণ পরিদর্শিকা

০৩

স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি লুঙ্গি

সপ্তাহে সোমবার ও বুধবার

০৪

স্থায়ী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি শাড়ি

 

 

ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)

ক্রম

প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারীর নাম ও পদবী

০১

সাধারণ রোগী সেবা

দায়িত্ব ও কর্তব্য পরিপত্র

স্বল্পতম সময়ে

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার  ও পরিবার কল্যাণ পরিদর্শিকা

০২

বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)

০৩

স্বাস্থ্য শিক্ষামূলক সেবা

যোগাযোগ

 

০১।এ কে এম রোকনুজ্জামান উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ০১৭১৬২০২৩৬৩

০২। ’’ দিন আঞ্জুমান ফার্মাসিষ্ট বাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ০১৯১৮৭৬৭৫৯০

০৩। ’’ মিনারা বেগম পরিবার কল্যাণ পরিদর্শিকা বাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ০১৭২৪৬৩০৪৮৬

০৪। ’’ রেহেনা বেগম আয়া বাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ০১৭৪২৯৯৫৩৪৮

০৫। ’’ মোঃ আজাফর আলী নিঃ প্রহরী সদর হাসপাতাল, গাজীপুর। ০১৭১৫২০৮৯১৫

০৬। ’’ ফারুক হোসেন পরিবার পরিকল্পনা পরিদর্শক বাড়িয়া ইউনিয়ন ০১৭৪৩৯৪৯৪৪০

০৭। ’’ মিসেস ছালেহা খাতুন পরিবার কল্যাণ সহকারী ১/ক, বাড়ীয়া ইউনিয়ন, ০১৭২৯৮৬৮১৬৬

০৮। ’’ দেলোয়ারা বেগম পরিবার কল্যাণ সহকারী ১/খ, বাড়ীয়া ইউনিয়ন, ০১৭২৬৯১৩৯১৪

০৯। ’’ গোলাপী খাতুন পরিবার কল্যাণ সহকারী ১/গ, বাড়ীয়া ইউনিয়ন, ০১৭৩৬৬৫৪৫১৭

১০। ’’ মিসেস মঞ্জুরা বেগম পরিবার কল্যাণ সহকারী ২/ক, বাড়ীয়া ইউনিয়ন, ০১৭৪১২৬৬৩৭৬

১১। ’’ কল্পনা বালা দাস পরিবার কল্যাণ সহকারী ২/খ, বাড়ীয়া ইউনিয়ন ০১৭১৪৪৪৯৫৪১

১২। ’’ কৌশলা রানী দাস পরিবার কল্যাণ সহকারী ৩/ক, বাড়ীয়া ইউনিয়ন, ০১৭৩০১৭৬৩১৪

১৩। ’’ হোসনেয়ারা ইয়াসমিন পরিবার কল্যাণ সহকারী ৩/খ, বাড়ীয়া ইউনিয়ন, ০১৭৩৪৯০৩৮৭২