বাড়ীয়া ইউনিয়ন পরিষদের জুলাই/১৩ মাসের সভার সিধান্ত
ক্রমিক নং |
সভার গৃহীত সিদ্ধান্ত |
বাস্তবায়ন |
০১ | যে কোন প্রকার সার্টিফিকেট লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আগে হোল্ডিং কর পরিশোধ করিতে হইবে। হোল্ডিং কর পরিশোধ ছাড়া কাউকে কোন প্রকার সর্টিফিকেট প্রদান করা যাবে না সিদ্ধামত্ম গ্রহন করা হয় | চেয়ারম্যান , সচিব, ট্রেক্স আদায়কারী ও তথ্য সেবা কেন্দ্রের পরিচালক। |
০২ | বিধি মোতাবেক ফি গ্রহন পূর্বক দ্রুত জন্ম নিবন্ধন সেবা প্রদানের সর্বসম্মত সিদ্ধামত্ম গ্রহীত হয় | সচিব , তথ্য সেবা কেন্দ্রের পরিচালকদ্বয় |
০৩ | সভায় সকল প্রকল্প সভাপতিগন জানান যে, প্রকল্পের কাজ ৯০% সম্পন্ন করা হয়েছে। কাজরে মান সমেত্মাষ জনক । পরবর্তীতে কাজ সরজমিনে দেখার সিদ্ধামত্ম গৃহীত হয় | সকল সদস্য ইউপি চেয়ারম্যান |
০৪ | রমজান ও ঈদের সামনে রেখে ওয়ার্ড মেম্বারসহ সংশিষ্ট সকলকে এ ব্যাপারে সজাগ থাকার জন্য সিদ্ধামত্ম গ্রহন করা হয় | সদস্য সকল |
০৫ | ইউপি অংশের সম্মানী ভাতা ও সরকারী চেক পাওয়ার সাথে সাথে পরিশোধের সিদ্ধামত্ম গৃহীত হয় | চেয়ারম্যান সচিব |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস