Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস
বিস্তারিত

বাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস, বাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের অভ্যন্তরে অবস্থিত। অফিসটির উত্তরে কুমুন বাজার ও পশ্চিমে কুমুন সরাফত খান সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

 

১। ভূমি উন্নয়ন কর আদায়।

 

২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।

 

৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।

 

৪। নামজারীর প্রস্তাব দেয়া।

 

৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।

 

৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।

 

৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।

সিটিজেন চার্টার

 

ক্রঃ

নং

সেবার নাম

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১.

ভূমি উন্নয়ন কর

(কৃষি ও অকৃষি)

০১ জুলাই হতে ৩০ জুন

(আর্থিক বছর)

কৃষি :

ক) ৮.২৫ একর পর্যন্ত ভূমি উন্নয়ন কর দিতে পারে না।

খ) ৮.২৫ একর উর্ধ্বে হতে ১০ একর পর্যন্ত প্রতি শতাংশ .৫০ হারে।

গ) ১০ একরের উর্ধ্বে প্রতি শতাংশ এক টাকা হারে।

অকৃষি জমি:

ক) জেলা সদরের বাইরে পৌর এলাকার ভিতরে :  শিল্প/বাণিজ্যিক ১৭ টাকা,  আবাসিক ৬ টাকা।

খ) জেলা সদরের বাইরে : শিল্প/বাণিজ্যিক ১৫ টাকা, আবাসিক ৫ টাকা।

ইউনিয়ন ভূমি অফিস

০২.

নামজারী ও জমাভাগ কার্যক্রম

৪৫ দিন

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং কানুনগো এর প্রতিবেদন প্রাপ্তির পর-

ক) নোটিশ জারীর মাধ্যমে পক্ষগণের শুনানী গ্রহণ,

খ) শুনানী সময় মূল দলিলপত্র উপস্থাপন ও

গ) শুনানী শেষে নামজারী আদেশ প্রদান।

নামজারীর আবেদনে কোর্ট ফি ০৫ টাকা এবং সরকারী ফি বাবদ ২২৭ টাকা ডিসিআর এর মাধ্যমে গ্রহণ করা হয় এবং দাখিলার জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়।

১. উপজেলা ভূমি অফিস

২. ইউনিয়ন ভূমি অফিস

০৩.

পেরীফেরীভূক্ত বাজারের অস্থায়ী একসনা লীজ নবায়ন

অনুর্ধ্ব ১৫দিন

ক) সর্বোচ্চ আধা শতক বা ২০ বর্গমিটার

খ) প্রকৃত ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ী প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের আলোকে লীজের শর্তভঙ্গ না করলে প্রতি বর্গমিটার ১৩/- টাকা হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ন করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৪.

অর্পিত সম্পত্তির নবায়ন

অনুর্ধ্ব ১৫ দিন

ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্তভঙ্গ না করলে প্রতি শতাংশ নাল, ভিটি, পুকুর ও বাড়ি যথাক্রমে ৫/-, ২০/- ও ৩০/- টাকা হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ন করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৫.

ভিপি পুকর, জলাশয়, ফলের বাগান ইজারা

প্রয়োজনীয় সময়

নীতিমালা অনুযায়ী নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্যে তিন বছর মেয়াদী ইজারা প্রদান করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৬.

কৃষি খাস জমি বন্দোবস্ত

প্রয়োজনীয় সময়

১৯৯৭ সনের কৃষি খাস জমি বন্দোবস্ত ও নীতিমালা অনুযায়ী উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ করা হয়। বিস্তারিত তথ্যাদি উপজেলা ভূমি অফিসের পাওয়া যায়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৭.

অকৃষি খাস জমি বন্দোবস্ত

প্রয়োজনীয় সময়

১৯৯৫ সনের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

০৮.

খতিয়ান ও নথি সার্টিফাইড কপি প্রদান

-

উপজেলা ভূমি অফিস হতে সার্টিফাইড কপি প্রদান করা হয় না। পাঁচ টাকার কোর্ট ফি সংযুক্ত করে জেলা প্রশাসকের রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়। জেলা রেকর্ডরুমে চাহিত পত্র পাওয়ার পর নথি উপজেলা ভূমি অফিস হতে প্রেরণ করা হয়।

১। জেলা রেকর্ডরুম শাখা

২। উপজেলা ভূমি অফিস

০৯.

জমি পরিমাপ

-

ব্যক্তি মালিকাধীন সম্পত্তির সীমানা নির্ধারণ উপজেলা ভূমি অফিসের কানুনগো/সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হয় না। শুধুমাত্র সরকারী স্বার্থে সীমানা চিহ্নিত করা হয়।

উপজেলা ভূমি অফিস

১০.

বিরোধ নিষ্পত্তি

প্রয়োজনীয় সময়

পক্ষগণের শুনানীর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। তবে বিজ্ঞ দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধির আওতায় ব্যবস্থা নেয়া হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

১১.

রেন্ট সার্টিফিকেট মামলা

প্রয়োজনীয় সময়

সরকারী বকেয়া পাওনা আদায় আইন, ১৯১৩ অনুযায়ী ভূমি উন্নয়ন করের বকেয়া দাবী ও সরকারী পাওনা আদায় করা হয়।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

১২.

তথ্য, পরামর্শ ও অভিযোগ

তাৎক্ষণিক

উপজেলা ভূমি অফিসের তথ্য, পরামর্শ, অভিযোগ লিপিবদ্ধ করুন। ভূমি সংক্রান্ত কোন সমস্যা, তথ্য, পরামর্শ, অভিযোগের জন্য সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করতে পারবেন।

১। উপজেলা ভূমি অফিস

২। ইউনিয়ন ভূমি অফিস

যোগাযোগ

বাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস, বাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের অভ্যন্তরে অবস্থিত। অফিসটির উত্তরে কুমুন বাজার ও পশ্চিমে কুমুন সরাফত খান সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

                              মোবাইল নম্বর :

                             ০১৭৫৫০৬৯২১৫ ,

                             ০১৭১৬৫০৭৯০২